আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরল উত্তর কোরীয় প্রতিনিধিদল

ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া সফর শেষ করে গত রোববার রাতে দেশে ফিরেছে। পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রতিনিধিদলটি সিউল সফরে গিয়েছিল। খবর সিনহুয়ার।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, প্রেসিডিয়াম অব ডিপিআরকে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কিম ইয়ং ন্যামের নেতৃত্বে প্রতিনিধিদলটি ইনচন থেকে ৪৫ মিনিটের বিমানযাত্রার পর পিয়ংইয়ংয়ে অবতরণ করে।

প্রতিনিধিদলে ডিপিআরকের শীর্ষ নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং এবং দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম ভাইস-ডিরেক্টর অন্তর্ভুক্ত ছিলেন।

কেসিএনএ আরো জানায়, বিমানবন্দরে পৌঁছার পর সিনিয়র কর্মকর্তারা প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানায়। এ ছাড়া কোরিয়ান পিপলস আর্মি তাদের সেখানে গার্ড অব অনার দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist