আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০১৮

বিমানে উঠতে পারল না ময়ূর

ভারতের জাতীয় পাখিকে নিয়ে বিমানে উঠতে চেয়েছিলেন এক যাত্রী। কিন্তু যাত্রীর সেই ইচ্ছাকে পাত্তাই দিল না বিমানবন্দর সংস্থা। ইউনাইটেড এয়ারলাইনস ময়ূর নিয়ে বিমানে উঠতে বাধা দেন এক যাত্রীকে। ময়ূর নিয়ে বিমানে ওঠা কোনো বড় ব্যাপার নয়, এই চিন্তা করেই ওই যাত্রী সত্যি সত্যি ময়ূর নিয়ে বিমানে ওঠার পরিকল্পনা করে বিমানবন্দরে আসেন। তবে ময়ূর নিয়ে বিমানে ওঠার পেছনে কী কারণ রয়েছে তা স্পষ্ট নয়। তবে প্রশ্ন উঠছে, একজন সাধারণ যাত্রী কী করে ময়ূর নিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে বিমানবন্দরের ভেতর ঢুকে পড়ল।

ইউনাইটেড বিমানসংস্থার পক্ষ থেকে জানা গেছে, ওই যাত্রীকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। কারণ, ময়ূরটির ওজন বেশি হওয়ায় এবং আকারে বড় হওয়ায় সেটা নিয়ে বিমানের ভেতর যাওয়া যাবে না। বিমানসংস্থার পক্ষ থেকে বলা হয়, আমরা যাত্রীকে জানাই ময়ূরটি কেন বিমানে নিয়ে যাওয়া যাবে না। বিমানবন্দরে আসার আগেই ওই যাত্রীকে কোনো পোষ্য নিয়ে যাওয়ার আগে সেই পোষ্য-সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। যদিও ওই যাত্রীর কাছে নথিপত্র সবই ছিল। কিন্তু তা বিমানে ওঠার ৪৮ ঘণ্টা আগে বিমান সংস্থায় জমা দিতে হয়। পুরো ঘটনাটি ঘটেছে নিউইর্য়ক লির্বাটি আন্তর্জাতিক বিমানবন্দরে। সবচেয়ে মজার বিষয় হলো, ওই নারী যাত্রীর কাছে ময়ূরটির জন্য আলাদা করে বিমান টিকিটও ছিল। তাও বিমানে উঠতে পারল না ময়ূরটি। তবে এই ঘটনাটির জন্য বিমানসংস্থার পক্ষ থেকে ওই যাত্রীর কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist