আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০১৮

অফিসে লেট, লজ্জায় পদ ছাড়লেন ব্রিটিশ লর্ড

হাউস অব লর্ডসে পৌঁছতে ৬০ সেকেন্ড দেরি হয়ে গিয়েছিল। লজ্জায় হাউসের সবার কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন ব্রিটিশ লর্ড মাইকেল ব্যাটস। তার মতে হাউস অব লর্ডসের মতো একটি অত্যন্ত ঐতিহ্যপূর্ণ স্থানে দেরিতে পৌঁছানো ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধ আমি করেছি। তার জন্য হাউসের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার বক্তব্যের জন্য সবাই হাজির হয়েছিলেন নির্দিষ্ট সময়ে। তাদের অপেক্ষা করিয়েছি আমি। সেজন্য আমি অত্যন্ত লজ্জিত। প্রধানমন্ত্রীর কাছে আমি আমার পদত্যগ পত্র জমা দিচ্ছি।

মাইকেল ব্যাটসের এই বক্তব্য শোনার পর হাউস অব লর্ডসের অন্যান্য সদস্যরা স্তম্ভিত হয়ে পড়েন। মাইকেলের এই পদত্যাগপত্র গ্রহণ করেনি হাউস অব লর্ডসের সদস্যরা। তারা বিষয়টি পুনর্বিবেচনার জন্য স্থগিত রেখেছেন। তাদের মতে মাইকেল দেরিতে আসায় সবাইকে অপেক্ষা করতে হয়েছে ঠিকই কিন্তু পদত্যাগ করার মতো কোনো গর্হিত অপরাধ তিনি করেননি। যদিও পদত্যাগপত্র জমা দিয়েই মাইকেল হাউস ছেড়ে চলে যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist