আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০১৮

মালয়েশিয়ায় নিষিদ্ধ হলো বনসালির পদ্মাবত

ইসলামের পক্ষে সংবেদনশীল, সেই কারণে পদ্মাবতকে মুক্তির ছাড়পত্র দিল না মালেশিয়া। দেশের সেন্সর বোর্ডের চেয়ারম্যান মহম্মদ জামবেরি আবদুল আজিজ জানিয়েছেন, বনসালির পদ্মাবতে এমন কিছু দৃশ্য রয়েছে, তাতে দেশের মুসলিম ধর্মাবলম্বী মানের ভাবাবেগে আঘাত হানতে পারে। তাই মালয়েশিয়ার মতো মুসলিমপ্রধান দেশে এই ছবির মুক্তি দেওয়া একটু ঝঁকির কাজ হয়ে যাবে। সেই ঝুঁকি কোনোভাবেই নিতে রাজি নয় সেন্সর বোর্ড। যদিও দেশের ফিল্ম ডিস্ট্রিবিউটররা ছবিটিকে ছাড়পত্র দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তি এখনই সেই আবেদনে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। সেই আবেদনপত্র আপিল কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন পেলেই বিষয়টি ভেবে দেখা হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর একাধিক গ-ি পেরিয়ে ভারতে পদ্মবতের মুক্তি ঘটেছে বটে। তবে কর্ণীসেনার আন্দোলন কিন্তু থামেনি। এই নিয়ে বিরোধ, অবরোধ, আন্দোলন চলছেই। দেশের একাধিক রাজ্যে পদ্মাবত প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার বিদেশের মাটিতেও নতুন সংকটে সঞ্জয়লীলা বনসালির পদ্মাবত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist