আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০১৮

ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় ৩৮৬ জঙ্গি!

ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে জারি করা হলো সতর্কতা। সেনা গোয়েন্দাদের রিপোর্টে প্রকাশ, সীমান্তের ওপারে পাক ভূখন্ড থেকে ৩৮৬ জন জঙ্গির একটি দল অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে। মোট ১৩টি ঘাঁটিতে রয়েছে এই জঙ্গিরা। ঘাঁটিগুলো রয়েছেÑকেল, সরদি, দুদনিয়াল, আতমুকাম, জুরা, লিপা, পাচিবান, ফরওয়ার্ড কাহুতা, কোটলি, খুইরাট্টা, মন্ধার, নিকাইল, চমনকোট এবং জানকোটে। জঙ্গিদের লক্ষ্য অনুপ্রবেশের পরে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে দফায় দফায় নাশকতা চালানো। ওই ঘাঁটিতে অত্যাধুনিক প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়া হচ্ছে জঙ্গিদের। সম্প্রতি অনুপ্রবেশের ব্যাপারে একটি বৈঠক হয়েছে পাক সেনা ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মধ্যে। কীভাবে এদের সীমান্ত পার করানো হবে, সেটা নিয়েও আলোচনা চলছে।

তবে এদের ঠেকাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, ‘?আমাদের সেনা পাকিস্তানের সব চাল ভেস্তে দেবে। একজন জঙ্গিকেও দেশে ঢুকতে দেওয়া হবে না।’?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist