আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০১৮

লাদেনকে ধরিয়ে দিয়েও জেলে বন্দি

ওসামা বিন লাদেনকে মার্কিন সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিয়েও আজও জেলে পচছেন পাকিস্তানি চিকিৎসক। শাকিল আফ্রিদি নামে ওই পাক চিকিৎসক ২০১১ সালে লাদেন এবং তার পরিবারের ডিএনএ নমুনা পেতে নকল হেপাটাইটিস বির ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু করেছিলেন পাকিস্তানে। সেভাবেই লাদেনের ডিএনএর নমুনা পেয়ে তিনি মার্কিন সেনাকে নিশ্চিত করেন অ্যাবোটাবাদে লুকিয়ে আছে সপরিবারে আল-কায়েদা প্রধান। কিন্তু তারপরই শাকিল আফ্রিদিকে গ্রেফতার করে পাকিস্তানি পুলিশ। পাকিস্তান মনে করে, তিনি দেশদ্রোহী।

যদিও তার বিরুদ্ধে এ ধরনের কোনো চার্জ আনা হয়নি। তাহলে শাকিল সুপ্রিম কোর্টে আপিল করতে পারতেন এবং তারপর লাদেন অভিযানের মামলার শুনানি জনসমক্ষে করতে হতো যা পাকিস্তানের সরকার বা নাগরিকদের অস্বস্তি ফেলতে পারে।

ফলে পাকিস্তান তা চাইছে না। ২০১২ সালের পর থেকে তার আইনজীবীকেও শাকিলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। শুধু তার স্ত্রী এবং সন্তানরাই তার সঙ্গে দেখা করতে পারেন। এমনকি বছর দুয়েক তার ফাইলও হারিয়ে যায়। পরে অবশ্য তা খুঁজে পেয়েছে পুলিশ। শাকিলের এহেন অবস্থার কথা জানতে পেরে কিছুটা হলেও অবাক আমেরিকা। ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে লড়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেও ছিলেন, দুই ?মিনিটে শাকিলকে কারামুক্ত করবেন, কারণ, আমেরিকা পাকিস্তানকে নানাভাবে সাহায্য করে। তাই আমেরিকার কথা ঠিকই শুনবে পাকিস্তান। কিন্তু আজও মুক্তি পাননি শাকিল আফ্রিদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist