আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০১৮

মার্কিন গোয়েন্দা বিমানের পথরোধ করল রাশিয়া

যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের পথরোধ করেছে রাশিয়ার একটি এসইউ-২৭ যুদ্ধবিমান।

গত সোমবার কৃষ্ণ সাগরের ওপর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাশিয়ার যুদ্ধবিমানের গতিবিধিকে ‘দুই পক্ষের জন্য বিপজ্জনক’ বর্ণনা করে ঘটনার প্রতিবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আরআইএ জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর বিমান, যা ছিল ইপি-৩ই অ্যারিস টু প্লেন, রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ইপি-৩ কে বিপজ্জনকভাবে বাধা দিয়েছে রাশিয়ার একটি য্দ্ধুবিমান, সেটি সরাসরি ইপি-৩’র গমনপথের সামনে দিয়ে পার হয় এবং পাঁচ ফুট দূরত্বের মধ্যে চলে আসে।

‘আন্তর্জাতিক নিয়ম ও সমঝোতাকে উপেক্ষা করে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো তৎপরতার সর্বশেষ উদাহরণ এটি।’

বিবৃতিতে ‘এসব বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার’ জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে আরআইএ জানিয়েছে, এ ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিমানটি সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে এর গতিপথ পরিবর্তন করলে এসইউ-২৭টি ঘাঁটিতে ফিরে আসে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist