আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জানুয়ারি, ২০১৮

প্রস্রাব রুখতে দেয়ালে ঈশ্বরের ছবি!

পাবলিক প্লেসে প্র¯্রাব নিয়ে বহু চেষ্টা করেও মানুষকে সচেতন করতে পারেনি উত্তর ভারতের গোরক্ষপুরের পুলিশ প্রশাসন। এরপরই তারা নেন এক অভিনব উদ্যোগ। গোরক্ষপুর পুলিশের আইজি জানিয়েছেন, শহরের বিভিন্ন দেয়ালে প্র¯্রাব করার প্রবণতা মানুষের মন থেকে সরাতে পারছিলেন না তারা। বিভিন্ন জায়গায় নারী পুলিশ মোতায়েন করেও লাভের লাভ হয়নি। এরপরই তারা শহরের বিভিন্ন দেয়ালে ধর্মীয় দেবতাদের ছবি আঁকা শুরু করেন। আর ফলস্বরূপ দেখা যায়, সেই দেয়ালগুলোতে প্র¯্রাব বন্ধ হয়েছে। বার্তা খুবই স্পষ্ট, আর সেই বার্তায় কাজও হয়েছে। সন্ন্যাসী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে এ ধরনের পুলিশি উদ্যোগ ঘিরে অনেকেই এর প্রশংসা করেছেন। সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন গোরক্ষপুরের আইজি মোহিত আগরওয়াল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist