আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জানুয়ারি, ২০১৮

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন যাচ্ছেন মোদি

ইসরায়েলের সঙ্গে সখ্য সত্ত্বেও প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আগামী মাসে ফিলিস্তিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফর করবেন মোদি। আগামী ১০ ফেব্রুয়ারি ফিলিস্তিনের রামাল্লায় যাবেন তিনি। এর আগে গত বছরই ইসরায়েল সফরে গিয়েছিলেন তিনি। এরপর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ফিলিস্তিনে। স্বাভাবিকভাবেই এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। গত বছর ইসরায়েল সফরে গেলেও ফিলিস্তিনের পথ মাড়াননি মোদি। তবে জেরুজালেম প্রশ্নে অবশ্য জাতিসংঘের প্রস্তাবে ইসরায়েলের বিপক্ষেই ভোট দিয়েছে ভারত। ফিলিস্তিনের সঙ্গে জেরুজালেম নিয়ে লড়াইয়ে ভারত যে ইসরায়েলের বিপক্ষে তা স্পষ্ট করার পরেও নেতানিয়াহুর সফরে তার কোনো প্রভাব পড়েনি। এবার ফিলিস্তিন সফরে গিয়ে ভারতের অবস্থান আরো স্পষ্ট করবেন মোদিÑএমন মতামতই বিশেষজ্ঞদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist