আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জানুয়ারি, ২০১৮

যৌন হয়রানির অভিযোগ

রিপাবলিকান পদ থেকে ক্যাসিনো মোগলের পদত্যাগ

স্টিভ উইন কেবল ক্যাসিনো জগতের একজন হোমড়াচোমড়া ব্যক্তিই নন, তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির অর্থনীতিবিষয়ক চেয়ারম্যান ছিলেন। তবে যৌন হয়রানির অভিযোগের মুখে তিনি সে পদ থেকে এবার সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর বয়সী কোটিপতি মেসেজ থেরাপিস্টদের যৌন হয়রানি করতেন এবং একজনকে তার সঙ্গে যৌন সম্পর্কে স্থাপনে বাধ্য করেন। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুসারে, সেখানে বলা হয়Ñ তারা ডজনখানেক লোকের সাক্ষাৎকার নিয়েছে যারা মি. উইনের সঙ্গে কাজ করেছেন। তাদের বক্তব্যে মি. উইনের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ এসেছে। প্রায়ই তিনি তার ব্যক্তিগত অফিসে মেসেজ থেরাপিস্টদের হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে। মেনিকিউর করার কাজ করতেন এমন একজন নারী যিনি মি. উইনের বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ তুলেছেন, তাকে সাড়ে সাত মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছেন এই ক্যাসিনো মোগল। আদালতে দাখিল করা দলিলে এমনই উঠে আসে বলে রিপোর্টে বলা হয়। উইন অবশ্য কোনো ধরনের অসদাচরণের অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। উইন রিপাবলিকান দলের একজন অর্থদাতা এবং তহবিল সংগ্রাহক। এই বিষয়টিতে রিপাবলিকানদের নীরবতার কারণে তারা ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির তোপের মুখে পড়েছে। রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান রন্না ম্যাকড্যানিয়েল জানিয়েছেন উইনের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন। এদিকে উইন তার ভাষায় এসব ‘অপবাদ’ তৈরির জন্য তার প্রাক্তন স্ত্রীকে দোষারোপ করেছেন যার সঙ্গে তার আইনি লড়াই চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist