আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জানুয়ারি, ২০১৮

ব্রাজিলের নাইট ক্লাবে বন্দুক হামলায় নিহত ১৪

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সিয়েরার একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় দুই শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। দেশটির ফর্তালিজার শহরতলিতে গতকাল শনিবার ভোরে ওই হামলা চালানো হয়। এ সময় তিনটি গাড়ি নিয়ে হামলাকারীরা গুলি ছুড়তে থাকে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

স্থানীয় গণমাধ্যম বলছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

সংবাদমাধ্যম গ্লোব নিউজ নেটওয়ার্ক জানায়, সিয়েরা রাজ্যের নিরাপত্তা সচিব আন্দ্রে কোস্তা এক সংবাদ সম্মেলনে ফরো দো গাগো ক্লাবে হামলায় নিহতদের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভয় ও আতঙ্কের কোনো কারণ নেই। এ রকম ঘটনা এটাই প্রথম। সারা বিশ্বেই এমন হামলার ঘটনা ঘটে। ৫০ থেকে ৬০ জন মারাও যায়। আসলে পুলিশের কিছুই করার থাকে না।’ গেল বছরে এই সিয়েরা রাজ্যে ৫ হাজার ১১৪টি খুন হয়েছে, যা ২০১৬ সাল থেকে ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

২০১৫ সালেও সিয়েরার একটি নাইট ক্লাবে বন্দুক হামলা হয়। তখন ১১ জন নিহত হয়েছিল। নিহতদের বেশিরভাগই কিশোর বয়সের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist