আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০১৮

‘পোলার সিল্ক রুট’ তৈরি করবে চীন

স্থলপথে সিল্ক রুট পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে চীন। এবার আরো একটি সিল্ক রুট করার ঘোষণা দিয়েছে দেশটি।

তবে এবার স্থলপথে কিংবা স্বাভাবিক পানিপথে নয়, বরফে আচ্ছাদিত আর্কটিক সাগরে জাহাজ চলাচলের জন্য এই রুট বানাবে। এই পথে ইউরোপের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় বেইজিং। রুটের নাম দেওয়া হয়েছে ‘পোলার সিল্ক রুট’। রুট তৈরি করতে রাশিয়া এবং অন্যান্য আর্কটিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করবে বেইজিং সরকার। বিশ্ব উষ্ণায়নের কারণে আর্কটিক অঞ্চলের অনেক স্থানের বরফ গলতে শুরু করেছে। চীন সেই সুযোগের সদ্ব্যব্যবহার করতে চাইছে। বেইজিংয়ের কমিউনিস্ট পার্টি ইতোমধ্যে এক ট্রিলিয়ন ডলার ব্যয়ে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্পের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist