আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০১৮

নারী শরীর নিয়ে বাজে মন্তব্য করলেই জরিমানা

নারী শরীর নিয়ে কুমন্তব্য করলেই ৮০ পাউন্ড জরিমানাÑএমন পদক্ষেপ নিতে যাচ্ছে ফ্রান্সের সরকার। মূলত পথে-ঘাটে নারীদের প্রতি বেড়ে চলা যৌন হয়রানি রুখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, নারীদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্যারিসের প্রশাসন। সেখানে যৌন হেনস্তার প্রসঙ্গটি উল্লেখ করে বলা হয়েছে, নারীদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করাটাই এই পদক্ষেপের প্রধান লক্ষ্য। প্রকাশ্যে কেউ কোনোভাবে নারীদের সঙ্গে অপমানজনক ব্যবহার করলেই সেই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে। অভিযুক্ত ব্যক্তি সাধারণ মানুষ বা বিখ্যাত ব্যক্তিত্বÑযেই হোন না কেন, শাস্তি বদলাবে না।

যৌন আগ্রাসন রুখতে চালু হওয়া সরকারি এ পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে প্যারিসের সব রাজনৈতিক দল। প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মতামতের ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে সরকার। বেশ কিছুদিন ধরেই নারীদের যৌন হয়রানির খবরে উত্তাল ছিল প্যারিস। শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলছিল। প্রকাশ্য রাজপথে যৌন হেনস্তার শিকার হচ্ছিলেন নারীরা। পুলিশের সক্রিয় বাড়ালেও হেনস্তার ঘটনা ঠেকানো যায়নি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নড়েচড়ে বসে প্রশাসন। রাজনৈতিক নেতা ও পুলিশকে সঙ্গে নিয়ে বৈঠকে বসা হয়। এরপরই এ সিদ্ধান্তে নেয় সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist