আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০১৮

মার্কিন-ইরাকি যৌথবাহিনীর সঙ্গে ভুল সংঘর্ষে নিহত ৮ আহত ১০

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে গতকাল শনিবার মার্কিন ও ইরাকের যৌথবাহিনীর সঙ্গে স্থানীয় পুলিশ এবং আধাসামরিক উপজাতীয় যোদ্ধাদের ভুলে সংঘর্ষে আটজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

প্রাদেশিক পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ আল-দুলাইমি বলেন, ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আল-বাগদাদি শহরে মাঝরাতে এ ঘটনা ঘটে। মার্কিন ও ইরাকি যৌথবাহিনী জঙ্গি সন্দেহে একটি বাড়িতে অভিযান চালালে এ সংঘর্ষ ঘটে। দুলাইমি বলেন, এই অভিযানে স্থানীয় পুলিশ ও আধাসামরিক উপজাতীয় যোদ্ধারা বিস্মিত হয়ে পড়ে। তারা সেনাদের কাছে নিজেদের পরিচয় জানাতে ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং মার্কিন হেলিকপ্টার গানশিপ থেকে স্থানীয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের ওপর গুলি চালানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist