আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০১৮

ঠাণ্ডায় কাঁচা ডিমও জমে বরফ

তীব্র ঠাণ্ডায় থার্মোমিটারে বিস্ফোরণ ঘটেছিল সোভিয়েত রাশিয়ায়। সেই রেশ বোধহয় পৌঁছে গিয়েছে চীনে। সেখানে ডিম ফাটিয়ে ফ্রাই করার আগেই জমে বরফ হয়ে যাচ্ছে। শুধু ডিম নয় ইনস্ট্যান্ট নুডুলসও জমে বরফ হয়ে যাচ্ছে। চীনের হুজহোঙ্গ জেলায় এমনই তীব্র শৈত্যপ্রবাহে নাজেহাল সেখানকার বাসিন্দারা।

সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে বাড়ির বাইরে একটি ডিম ফাটিয়ে পাত্রে ফেলার সঙ্গে সঙ্গে সেটি জমে বরফ হয়ে যাচ্চে। সেই একই অবস্থা ইনস্ট্যান্ট ম্যাগিরও। চপস্টিক দিয়ে ম্যাগি তুলতে না তুলতেই সেটি জমে বরফ হয়ে যাচ্ছে। হবে না-ই বা কেন তাপমাত্রা যখন মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। সাইবেরিয়ার থেকে একটু বেশি তাপমাত্রা বলাই যায়। কারণ সেখানে এখন মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াসে বসবাস করছেন বাসিন্দারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist