আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০১৮

কবর থেকে তোলা মৃত সন্ন্যাসী হেসে উঠলেন!

২০১৭ সালের ১৬ নভেম্বর তার মৃত্যু হয় থাইল্যান্ডের ব্যাংকক শহরের বৌদ্ধ ভিক্ষু লুয়াং ফোর পুয়ানের। ওই সময় পূর্ণ মর্যাদায় তাকে সমাহিতও করা হয়। কিন্ত ঠিক দুই মাস পর কবর থেকে তোলা হয় তার দেহ। আর তখনই হেসে উঠলেন পুয়ান। জন্মসূত্রে কম্বোডিয়ান এই সন্ন্যাসী তার জীবনের সিংহভাগ অতিবাহিত করেন মধ্য থাইল্যান্ডের লোপবুরি মঠে। আধ্যাত্মিক গুরু হিসেবে তার বিপুল খ্যাতিও ছিল। ৯২ বছর বয়সে তার মৃত্যু হলে তাকে পূর্ণ মর্যাদায় মঠেই সমাহিত করা হয়। দুই মাস পরে ধর্মীয় রীতি মেনেই তার দেহ কবর থেকে তোলা হয়। তার ভক্তরা দেখেন, এই দুই মাস তার দেহ প্রায় অবিকৃত রয়েছে এবং তার মুখে এক আশ্চর্য হাসি লেগে রয়েছে; যা তার প্রয়াণের সময়ে ছিল না। তার দেহকে যখন ধর্মীয় আচারের জন্য ভক্তদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তার মুখে এই সৌজন্যমূলক হাসি ফুটে ওঠে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মিডিয়া। থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যম বলছে, পিয়ানের দেহকে দেখে মনে হচ্ছিল বড়জোর ৩৬ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। বৌদ্ধ তত্ত্বকে সামনে রেখে ভক্তরা বলছেন, পিয়ান প্রকৃতই নির্বাণ লাভ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist