আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০১৮

নয়াদিল্লিতে সু চির সঙ্গে মোদির বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত বুধবার রাজধানী নয়াদিল্লিতে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠককালে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে কথা বলেন। ভারতের বৈদেশিক সম্পর্কবিষয়ক মুখপাত্র রবিশ কুমারের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ২০১৭ সালের সেপ্টেম্বরে মিয়ানমার সফরের পর মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি প্রথম বৈঠক। ভারতীয় পক্ষ থেকে বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বলে দাবি করা হয়েছে। দুই নেতাই মোদির মিয়ানমার সফরকালে নেওয়া দ্বিপক্ষীয় সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন ও নিজেদের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে একমত হয়েছেন।

২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদ্যাপন উপলক্ষে আমন্ত্রিত হয়ে অং সান সু চি এখন ‘গুরুত্বপূর্ণ অতিথি’ হিসেবে ভারতের রাজধানীতে অবস্থান করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist