আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০১৮

২০ বছরের আগেই বিয়ে হয় বেশিরভাগ সৌদি নারীর

সৌদি আরবের বেশির ভাগ নারীর বয়স ২০ হওয়ার আগেই বিয়ে হয়ে যায় বলে জানিয়েছে দেশটির পরিসংখ্যান বিভাগ। সৌদির জনসংখ্যা বিষয়ক, অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন পরিসংখ্যানে এ ধরনের চিত্র উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, সৌদি আরবের বেশির ভাগ পুরুষ ২৫ বছর বয়সে বিয়ে করেন। অন্যদিকে গড়ে ২০ বছর বয়সের মধ্যেই নারীদের বিয়ে হয়ে যায়।

সেখানকার ৪৬ শতাংশ নারীর বয়স ২০ বছর হওয়ার অনেক আগেই বিয়ে হয়ে যায়। আর যেসব নারীর বয়স ৩২ বছর হয়ে যায়, তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। সে দেশে মাত্র দুই দশমিক ৯৫ শতাংশ নারী বর্তমানে অবিবাহিত রয়েছেন। কারণ হিসেবে অনেকেই উলে¯œখ করেছেন, ৩২ বছর বয়সী যে নারীর সমবয়সী আরেকজনের বিয়ে হয়েছে, তার হয়তো মেয়ের বয়স ১২ কিংবা ১৩ হয়ে গেছে। সে ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে সেই মেয়ের বিয়ে দিতে হবে। সে কারণে পাত্রপক্ষ মায়ের বয়সী কাউকে সেভাবে পছন্দ করতে চায় না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist