আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০১৮

ধর্ষণের শিকার শিশুদের উৎসর্গ করে গান

পাকিস্তানে ছয় বছর বয়সী জয়নাবকে ধর্ষণের পর হত্যার ঘটনা ইতোমধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। জয়নাব হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে অন্তত দুজন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন। জঘন্য ধরনের অপরাধের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগেরমাধ্যমে অনেক তারকা ব্যক্তি পোস্ট দিয়েছেন। বিক্ষোভকারীদের সঙ্গে অনেকেই একাত্মতাও পোষণ করেছেন। কিন্তু পাকিস্তানের একজন র‌্যাপ তারকা তার নতুন পাঞ্জাবি র‌্যাপ গান উৎসর্গ করেছেন জয়নাবসহ সহিংসতার শিকার হয়ে নিহত সারা পৃথিবীর সব শিশুকে। গানের শিরোনাম দিয়েছেন ‘গুমরাহ’। যার অর্থ পথহারা, দিশেহারা বা অসহায়। সেই গানে উঠে এসেছে মানুষ কতটা দিশেহারা বা পথহারা হয়ে পড়েছে সেই বিষয়টি। মানবতা আজ কীভাবে বিলীন হয়ে পড়েছে, সমাজ কতটা অন্তঃসারশূন্য হয়ে গেছে সেটাও উঠে এসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist