আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জানুয়ারি, ২০১৮

ফিলিস্তিনের ৬৫ মিলিয়ন ডলার সাহায্য কমাবে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের সাহায্যের জন্য অর্ধেক অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সিকে (ইউএনআরডব্লিউএ) ৬০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়া হবে। আর ৬৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা বন্ধ রাখা হবে। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ দেওয়ার ব্যাপারে প্রশ্ন তোলেন। এরপরেই ফিলিস্তিনিদের অর্থ সহায়তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ট্রাম্পের প্রশাসন। ত্রাণের অভাবে, দারিদ্র্য এবং সংঘাতের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা এসব মানুষ এভাবে নিঃশেষ হবে, তা নিয়ে শঙ্কিত সংস্থাটির কর্তাব্যক্তিরাও। রাজনীতিকে পায়ে ঠেলে মানবিকতার হাত বাড়ানোর কথা বলছেন তারা। এর আগে জাতিসংঘের ত্রাণ ও সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএ গাজার পরিচালক ম্যাথিয়াস স্মেইল বলেন, সংস্থার সদস্য হিসেবে আমি অবেদন জানাব, সবার উচিত মানবিক কারণে হলেও সহায়তা অব্যাহত রাখা। কোনো রাজনৈতিক কারণে যাতে সহায়তা বন্ধ না হয়। যুক্তরাষ্ট্রের অর্থায়ন না করার সিদ্ধান্তে আমরাও চিন্তিত।

ফিলিস্তিনি শরণার্থী সাঈদ দারউইশ বলেন, সংস্থাটি যদি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বন্ধ করে দেয়, তাহলে আমিসহ আমার মতো এখানে যারা আছেন, তারা পরিবার নিয়ে না খেয়ে মারা যাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist