আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জানুয়ারি, ২০১৮

অনুমতি মিলল ৬০ বছর পর

১৯৫৫ সাল থেকে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় প্রকাশ্যে মহিলাদের মদ কেনার ওপর আইনি নিষেধাজ্ঞা জারি ছিল। এ নিয়ে দীর্ঘদিন শ্রীলঙ্কায় মহিলাদের অভিযোগ ছিল, সরকার আইন দিয়ে নারীদের অধিকার খর্ব করে রেখেছে। অবশেষে ৬০ বছর পর প্রকাশ্যে মহিলাদের মদ কেনার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল শ্রীলঙ্কা সরকার।

গত বুধবারই শ্রীলঙ্কা সরকার ১৯৫৫ সালে জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল। সরকারি ঘোষণা মতে গত বৃহস্পতিবার থেকে ১৮ বছরের উর্দ্ধে যেকোনো মহিলা লাইসেন্সধারী দোকান থেকে মদ কিনতে এবং মদের দোকানে কাজ করতে পারবেন। শ্রীলঙ্কার অর্থমন্ত্রী মঙ্গলা সামারাভিরা সরকারি সিদ্ধান্তের কথা ঘোষনা করেন। অর্থমন্ত্রী জানান, এবার থেকে মহিলাদের মদের দোকান বা বারে কাজ করার জন্য দেশের শুল্ক দফতরের অনুমতির দরকার হবে না। পাশাপাশি, সরকারের বিরুদ্ধে সমালোচনার জবাবে অর্থমন্ত্রক পক্ষ থেকে দাবি করা হয়, ৬০ বছর ধরে চলা আইন মহিলাদের ওপর জোর করে আরোপ করা হয়নি। বছরখানেক আগে শ্রীলঙ্কা জুড়ে মহিলাদের মধ্যে মদ খাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল। মদের প্রতি আসক্তি সমাজকে অবনতির দিকে নিয়ে যাবে। এই অবনতি ঠেকাতে মদ বিরোধী প্রচার দেখা গিয়েছিল ২০১৬ সালে। এই প্রচারের পুরধায় ছিলেন সেদেশের রাষ্ট্রপতি মৈথরিপালা সিরিসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist