আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জানুয়ারি, ২০১৮

মুম্বাই উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৪

ভারতের মুম্বাই উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার কিছু পরে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের (ওএনজিসি) এ হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে বলে এনডিটিভি জানিয়েছে। নিহতদের মধ্যে কোম্পানিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তাও আছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ তিনজনের সন্ধানে অভিযান চলছে বলে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন। পাওয়ান হানস কোম্পানির সাত বছর বয়সী ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫এনথ্রি মডেলের চপারটি স্থানীয় সময় সকাল ১০টা ২০মিনিটে জহু থেকে মুম্বাইয়ের হাই নর্থ ফিল্ডের দিকে রওনা হয়।

মুম্বাই থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের শেষ যোগাযোগ হয়। এর কিছু সময় পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হেলিকপ্টারটিতে দুই পাইলট ছাড়াও ওএনজিসির পাঁচ কর্মকর্তা ছিলেন; তাদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করে কোস্ট গার্ড। এই এলাকার দিকে আসা সব জাহাজ ও বিমানকে অন্য পথে সরিয়ে নেওয়া হয়েছে, বলেন এক কর্মকর্তা। আরেক কর্মকর্তা জানান, ভিটিপিডব্লিউএ ডফিন এএস ৩৬৫এনথ্রি হেলিকপ্টারটির ১০টা ৫৮ মিনিটে নর্থ ফিল্ডে নামার কথা ছিল। নির্ধারিত সময়ে এটি জায়গামতো পৌঁছায়নি, সাড়ে ১০টার পর থেকে সেটির সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। এর পরপরই উদ্ধার অভিযান শুরু হয়, বলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist