আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০১৮

ফের প্রধানমন্ত্রী পদে লড়ছেন মাহাথির

মালয়েশিয়ায় আগামী সাধারণ নির্বাচনে বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন মাহাথির মোহাম্মদ। গত রোববার বিরোধী জোট আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ৯২ বছর বয়সী মাহাথিরের নাম ঘোষণা করে।

প্রায় দুই দশক ধরে মালয়েশিয়ায় ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার উন্নতির পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ বছরের আগস্টে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম বর্তমানে কারাগারে। তারপরও মাহাথির মোহাম্মদ বিরোধীপ্রার্থী হওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। নাজিবকে তাড়াতে মাহাথির এবং আনোয়ার ইব্রাহিম ঐক্যবদ্ধ হয়েছেন। বিরোধী জোট নির্বাচিত হলে আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করে দিতে পারে সরকার। এরপর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আসতে পারেন। বিরোধী জোট থেকে উপপ্রধানমন্ত্রী পদে প্রার্থী হচ্ছেন আনোয়ার ইব্রাহিমের স্ত্রী আজিজা ওয়ান ইসমাইল। তবে নিরপেক্ষ জরিপে দেখা গেছে, নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস করায় নাজিবের জয় বিরোধীদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist