আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০১৮

পাপুয়া নিউগিনিতে অগ্ন্যুৎপাত অব্যাহত

পাপুয়া নিউগিনির উত্তর উপকূলে সোমবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে। এতে কয়েকশ আতঙ্কিত স্থানীয় বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। শুক্রবার এ অগ্ন্যুৎপাত শুরু হয়। ঠিক কতজন স্থানীয় গ্রামবাসী এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জানা যায়নি।

আমেরিকান দাতব্য সংস্থা সামারিতান অ্যাভিয়েশন জানিয়েছে, কাদোভার দ্বীপের ৫০০ থেকে ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি স্থানীয়দের সরিয়ে নিতে সহায়তা করছে।

ডারউইন ভলকানিক অ্যাশ অ্যাডভাইসরি সেন্টারের বন কর্মকর্তা ও’ব্রাইয়েন বলেন, আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইভস্ম বিমান চলাচলে কোনো বাধা বা ঝুঁকির সৃষ্টি করবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist