আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০১৮

জার্মানিতে ‘মহাজোট’ নিয়ে আলোচনায় মেরকেল-এসপিডি

জার্মানিতে ‘মহাজোট’ গঠন নিয়ে স্যোশাল ডেমোক্র্যাটস (এসপিডি) নেতা মার্টিন শুলৎজের সঙ্গে নতুন করে প্রাথমিক আলোচনা শুরু করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বার্লিনে মেরকেলর দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ) ও এর অঙ্গসংগঠন ক্রিশ্চিয়ান স্যোশাল ইউনিয়নের (সিএসইউ) সঙ্গে মধ্য-বাম দল এসপিডির পাঁচ দিনব্যাপী এ আলোচনা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। জার্মানিতে নির্বাচনের তিন মাস পেরিয়ে গেলেও এখনো একটি নতুন সরকার গঠিত হয়নি। স্থিতিশীল একটি কোয়ালিশন সরকার গড়ার জন্য মেরকেলর সামনে এটিই শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

মার্টিন শুলৎজের এসপিডি মেরকেলর মধ্য-ডান দলের সঙ্গে গত ১২ বছরের মধ্যে ৮ বছর ধরে ক্ষমতায় থাকলেও গত সেপ্টেম্বরে জার্মানিতে অনুষ্ঠিত নির্বাচনে দলটি খারাপ ফল করার পর বিরোধীদলে যাওয়ার অঙ্গীকার করেছিল। কিন্তু মেরকেলর প্রথম দফা জোট গঠনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি এখন এসপিডির সঙ্গে আলোচনায় এলেন। প্রথম দফায় মের্কেল চেষ্টা করছিলেন উদারপন্থি ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি (এফডিপি) এবং গ্রিন পার্টির সঙ্গে জোট গঠন করতে। কিন্তু সে আলোচনা নভেম্বরে ব্যর্থ হয়। কারণ, এফডিপি নেতা আলোচনা থেকে সরে যান। এরপর মেরকেলর জন্য এসপিডির সঙ্গে আলোচনার পথটাই খোলা ছিল। আর এসপিডিও এ সুযোগ হাতছাড়া করেনি।

গত রোববার এসপিডির সদর দফতরে তিনটি দল থেকে ১৩ জন প্রতিনিধি নিয়ে শুরু হয়েছে আলোচনা। নতুন মহাজোটের চুক্তি ও শর্ত নিয়েই মূলত আলোচনা হচ্ছে। একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশাও প্রকাশ করেছেন মের্কেল। ইউরোপীয় ইউনিয়নে জার্মানিকে ‘এ’ ব্লকের স্থিতিশীলতার স্তম্ভ হিসেবেই দেখে ফ্রান্সের মতো মিত্র দেশগুলো। ফলে মেরকেলর সফলতাই আশা করছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist