খুলনা প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৭

রূপসা রেলসেতুর নির্মাণকাজে অগ্রগতি

খুলনা-মংলা রেল প্রকল্পের রূপসা রেলসেতুর নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

গতকাল সোমবার দুপুরে খুলনা-মংলা রেল প্রকল্পের রেলসেতুর নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অর্থনীতিতে যেমন প্রভাব ফেলবে, তেমনি দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

বাংলাদেশ রেলওয়েকে ২০১৯ সালের মধ্যেই খুলনা-মংলা রেললাইনের কাজ সম্পন্ন করার তাগিদ দিলেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, খুলনাতে উপভারতীয় দূতাবাস স্থাপনের কাজও চলছে। রূপসা রেলসেতুর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ম্যানেজার সুব্রত জানা বলেন, ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে ৩৮০১.৬১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো রূপসা নদীর ওপর রেলসেতুর নির্মাণকাজ করছে। এ সময় উপস্থিত ছিলেনÑভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আর্থিক উপদেষ্টা ড. সুমিত জেরথ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা (অবকাঠামো) ড. পঙ্কজ সিং, ঢাকাস্থ ভারতের উচ্চ কমিশনের প্রথম সচিব রাজেশ ইউক, ভারতের উচ্চ কমিশনের সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্যিক) শ্রী শিশির কোথারি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (বাংলাদেশ ও মিয়ানমার) ভিপুল কুমার মেসারিয়া, ভারতের হাইকমিশনের এপিডব্লিউও শ্রী মনোজ কুমার যাদব, ভারতের উচ্চকমিশনের এসএ শ্রীমতি প্রেম বাহাদুর, বাংলাদেশ রেলওয়ের জিএম ও পিডি মো. মজিবর রহমান, পিএমওর ডিজি শ্রী সুব্রত রায়, খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান ও খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মনিরুজ্জামান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist