চট্টগ্রাম ব্যুরো

  ১২ ডিসেম্বর, ২০১৭

চট্টগ্রামে জেএমবি সদস্য হাসান রিমান্ডে

কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর বোমা হামলার পর আটক জেএমবি সদস্য হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন। জঙ্গি হাসানের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর বোমা হামলার পর তাকে আটক করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, হাসানকে আটকের পর মিরসরাইয়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গিয়েছিল। পরে নগরীর আকবর শাহ থানায় দায়েরকৃত একটি মামলায় হাসানকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলাটির অধিকতর তদন্ত করছে পিবিআই। হাসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে দুইদিন মঞ্জুর করেন আদালত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist