নিজস্ব প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৭

দলকে জয়ের ‘সুখবর’, তবে প্রার্থী হওয়ার ইচ্ছা নেই

২০০৮ সালের চেয়েও বেশি ভোট পাবে আ.লীগ

নবমের চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বেশি ভোট পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় কথা বলেন।

আগামী নির্বাচনেও আওয়ামী লীগের জয় আসবে জানিয়ে তিনি বলেন, ‘একটা সুখবর দিতে আজকে আমি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বসেছি। সুখবর হলোÑআমার জরিপে আগামী নির্বাচনে ভালো রেজাল্ট আমরা পাব। ২০০৮ সালের চেয়ে বিপুল ও বেশি ভোট পাব।’ নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার ইচ্ছা নেই বলেও জানান তিনি। এক প্রশ্নে জয় বলেন, ‘প্রার্থী হচ্ছি না। আমার উদ্দেশ্য দলকে ক্ষমতায় রাখা। এমপি-মন্ত্রী হওয়ার লোভ আমার নেই।’ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ২৯ ডিসেম্বরের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩০ আসন পায়। এতে মোট ভোটের ৪৮ দশমিক শূন্য ৪ শতাংশ ভোট পায় দলটি, যার সংখ্যা তিন কোটি ৩৬ লাখ ৩৪ হাজার ৬২৯টি। ২০১৪ সালের

৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে ২৩৪টি আসন পায়। ওই ভোটে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থীরা। বাকি ১৪৭ আসনে দলটি ভোট পায় এক কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৩৭৪টি, যা মোট ভোটের ৭২ দশমিক ১৪ শতাংশ। ২০১৮ সালের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচন হবে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের সম্পাদকমন্ডলী ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বিকেল ৩টা থেকে দেড় ঘণ্টা বৈঠক করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist