প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৭

টিনটিনের ড্রইংয়ের দাম চার কোটি টাকা

কমিক চরিত্র হিসেবে টিনটিন সারা পৃথিবীতেই পরিচিত ও জনপ্রিয়। কিন্তু তাই বলে এই কমিকের একটি ড্রইংয়ের দাম প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার! অর্থাৎ টাকার অঙ্কে প্রায় চার কোটি। সম্প্রতি ইন্ডিয়া ইঙ্ক মানে ¯্রফে কালো কালিতে আঁকা টিনটিন ও তার কুকুর ¯েœায়ির দুর্লভ এক ড্রইং প্যারিসে এক নিলামে প্রায় পাঁচ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

ছবিটি বেলজিয়ান কার্টুনিস্ট এয়ার্জের আঁকা ১৯৩৯ সালের কমিক অ্যালবাম কিং ওটোকার’স সেপটার থেকে নেওয়া। একই শিল্পীর আঁকা আরেকটি কমিক স্ট্রিপ দ্য শুটিং স্টারের একটি ড্রইং বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ ডলারে। কিন্তু মজার ব্যাপার টিনটিনের অ্যাডভেঞ্চার ডেসটিনেশন মুন, যেটিতে একজন মার্কিন নভোচারীর স্বাক্ষর রয়েছে, সেটি এখনো কোনো ক্রেতা আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। ওই নিলামে এয়ার্জের আঁকা স্কেচ, ড্রইং এবং বই তোলা হয়েছে বিক্রির জন্য। বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় কমিক চরিত্রগুলোর মধ্যে টিনটিন অন্যতম। ক্ষুদে রিপোর্টার টিনটিন, তার মাথায় টিকির মতো বাঁকানো লালচে-সোনালি চুল, আর সঙ্গী কুকুর ¯েœায়ি, নানারকম অ্যাডভেঞ্চার করে বেড়ায়।

টিনটিনের প্রথম বইটি প্রকাশ হয়েছিল ১৯২৯ সালের জানুয়ারি মাসে। এ পর্যন্ত ৯০টি ভাষায় অনুবাদ করা হয়েছে এই ক্ষুদে সাংবাদিক ও তার কুকুরের নানা রকম অ্যাডভেঞ্চারের কাহিনি। সারা পৃথিবীতে ২০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এই কমিক বই। কার্টুন চরিত্র হিসেবেও সমান জনপ্রিয় এই চরিত্র। গত বছর প্যারিসে টিনটিনের আরেকটি কমিক বই এক্সপ্লোরার অন দ্য মুন বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ ডলারে। ২০১৬ সালে হংকংয়ে টিনটিনের আরেকটি ড্রইং টিনটিন ইন সাংহাই নিলামে বিক্রি হয়েছে ১২ লাখ ডলারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist