নিজস্ব প্রতিবেদক

  ২০ নভেম্বর, ২০১৭

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদের ইন্তেকাল

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মো. আখতার হামিদ সিদ্দিকী (৭১) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আখতার হামিদ সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়। আজ সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি নওগাঁয় নেওয়া হবে। সেখানে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মো. আখতার হামিদ সিদ্দিকী বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তার জন্ম রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়। তিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদের দশম ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist