রাজশাহী প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০১৭

১৫ বছর পর খুলছে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম কারখানা

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম কারখানা অবশেষে খুলতে যাচ্ছে। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার প্রচেষ্টায় আগামী ৪৫ দিনের মধ্যে আবারও উৎপাদনে যাচ্ছে এই রেশম কারখানা। গতকাল শনিবার দুপুরে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বন্ধ থাকা রেশম কারখানাটি পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান।

বাদশা বলেন, ‘আগামী ৪৫ দিনের মধ্যে রেশম কারখানা খুলবে। তবে তিন স্তরে কারখানাটি উৎপাদনে যাবে। আগামী ছয় মাসের মধ্যে পুরোপুরি চালু হবে কারখানাটি।

রাজশাহীবাসীর দাবি ছিল-ঐতিহ্যবাহী রেশম কারখানাটি খুলে দেওয়ার। অবশেষে

রাজশাহীবাসীর দাবি পূরণ হতে চলেছে। আর এর মাধ্যমে রাজশাহী তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

সংসদ সদস্য আরো বলেন, কারখানাটি চালু হলে রাজশাহী অঞ্চলের বহু মানুষের কর্মসংস্থান হবে। একই সঙ্গে রেশম গবেষণাকেন্দ্রেও একটি মডেল কারখানা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এতে বাইরের মানুষ এসে সত্যিকারের রাজশাহী সিল্ক সম্পর্কে অবহিত হতে পারবে।

রেশম কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান, রাজশাহী রেশম কারখানার পরিচালক আনিসুল হক ভুঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন রেশম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাও।

রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর স্থাপিত হয় রাজশাহী রেশম কারখানা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রায় ১০ কোটি টাকার নতুন যন্ত্রপাতি কিনে কারখানাটির আধুনিকায়ন করে। লোকসান থাকলেও কোম্পানিটি তখন ভালোই চলছিল। কিন্তু মূলধন না থাকার অজুহাতে বিএনপি সরকার ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ করে দেয়। ওই সময় কারখানাটির কাঁধে ছিল এক কোটি ১৩ লাখ টাকার ঋণের বোঝা।

ওই সময় সেখানে কর্মরত ছিলেন প্রায় ৩০০ স্থায়ী শ্রমিক। বন্ধের পর স্থায়ী-অস্থায়ী মিলিয়ে চার শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন।

পাশাপাশি বিপাকে পড়েন আরো প্রায় ৫০ হাজার রেশমচাষি। সে সময় আন্দোলন করেও কারখানাটি চালু করতে পারেনি রাজশাহীবাসী। বিক্রির জায়গা না পেয়ে এ অঞ্চলের রেশম চাষিদের অনেকেই চাষ কমিয়ে দিতে বাধ্য হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist