আদালত প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৭

সিন্হার পদত্যাগ

বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটেছে : মওদুদ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হার পদত্যাগে দেশের বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ বলেন, ‘কী করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করানো হয়েছে আপনারা সবাই জানেন। এর ফলে সুপ্রিম কোর্টের মর্যাদা ও সম্মান বলে আর কিছুই নেই। প্রধান বিচারপতির এই পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটেছে। মামলা দিয়ে, ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হয়েছে। এর চাইতে দুঃখজনক বাংলাদেশের মানুষের জন্য আর কি হতে পারে। অর্থাৎ সুবিচার পাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে এক মাসের বেশি ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর বিদেশে যান বিচারপতি সিন্হা। সেই ছুটি শেষে গত শনিবার তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানায় বঙ্গভবন। পরে সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণও করেন।

তিনি বলেন, ‘এখন আর ষোড়শ সংশোধনীর দরকার নেই। অর্থাৎ সংসদ দ্বারা বিচারপতিদের অপসারণ করার যে ব্যবস্থা ওই সংশোধনীতে করা হয়েছে, ওইটাও যদি থাকে সেটার আর দরকার নেই। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ওই রায়ে বলা হয়েছিল, সেটা বলবৎ থাকবে-সেই কাউন্সিলেরও আর প্রয়োজন নেই। এখন একটা পথ তো সরকার দেখিয়ে দিয়েছে যে, কোনো রায় যদি পছন্দ না হয় তাহলে সেই বিচারপতিকে কিভাবে অপসারণ করা যায়, কিভাবে তার বিরুদ্ধে মামলা এনে ব্ল্যাকমেইল করে তার থেকে পদত্যাগপত্র নেওয়া যায়। এত বড় ব্ল্যান্ডার, পলিটিক্যাল মিসটেক এই সরকার করেছে-এর জন্য একদিন না একদিন নিশ্চয় তারা অনুশোচনা করবেন। এ রকম অবস্থায় বিচারপতিরা ‘মুক্তমনে’ বিচার করতে পারবেন কি না তা নিয়েও আশঙ্কার কথা বলেন মওদুদ।

সংগঠনের সহ-সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী প্রমুখ বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist