নিজস্ব প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৭

সংবাদ প্রকাশের জের

বিতর্কিত প্লটে কাজ বন্ধ

দৈনিক প্রতিদিনের সংবাদে গতকাল শনিবার প্রকাশিত ‘উত্তরায় রাস্তা দখল করে প্লট বানাল রাজউক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় জন-অসন্তোষের মুখে নির্মাণ থেকে সরে যাচ্ছে রূপনগর রিয়েল এস্টেট কোম্পানি। গতকাল প্লটটি দখল করতে এলে এলাকার জনগণের প্রতিরোধের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় কোম্পানিটি।

উল্লেখ্য, উত্তরা ১০ নম্বর সেক্টরের ১/এ রোডে রাস্তা দখল করে একটি প্লট স্বীয় কর্মকর্তাকে বরাদ্দ দেয়। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে পড়ে নির্মাণ প্রতিষ্ঠানটি। ওই প্লটের গ্রহীতা মুহম্মদ মুসা আখন্দ রাজউকের প্ল্যানিং শাখার উপপরিচালক পদে কর্মরত।

এলাকাবাসীর মতে, জমিগুলোয় রাজউকের পরিকল্পনা অনুযায়ী কোনোভাবেই তিন অথবা পাঁচ কাঠার প্লট করার উপযোক্ত নয়। এমন অবস্থায় ২৫ নম্বর দিয়ে হরিরামপুর ইউপির রাস্তা দখল করে প্লট বানায় রাজউক। সেই জায়গায় ২৭ নম্বর দিয়ে আরো একটি প্লট বানানোর চেষ্টা করা হচ্ছে। তাও করা হচ্ছে রাস্তা দখল করে। এলাকাবাসীকে রাজউকের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে দেখা যায় গতকাল শনিবার।

রূপনগর রিয়েল এস্ট্রেট কোম্পানির এমডি মো. রফিক ইসলাম এই বিষয়ে জানান, ‘জমির মালিক সব কাগজপত্র এবং নকশা আমাদের বুঝিয়ে দেওয়ার পর আমরা জমিটি বুঝে নিতে গিয়েছিলাম, রাজউক কর্তৃক দেওয়া ম্যাপ অনুযায়ী আমরা খুঁটি বসাই। পরে এলাকার লোকজনের কথায় দখল ছেড়ে দিয়েছি। রাজউক প্লট বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এই বিতর্কিত প্লটে কাজ করব না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist