আদালত প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০১৭

হাতাহাতিতে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়ে গণমাধ্যমে কে বক্তব্য দেবেন, তা নিয়ে আদালত প্রাঙ্গণে হাতাহাতি করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

হাতাহাতির সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন। তিনি উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, টিভি ক্যামেরার সামনে কথা বলা নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য হয়েছে। বিষয়টা খুব দুঃখজনক। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। ফোরামের কোনো বিষয় না। পরক্ষণেই তারা উভয়ে মিটমাট করে ফেলেছেন। এ ব্যাপারে বিচারিক আদালতের আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, ক্যামেরার সামনে আসা নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলমকে লাথি মারেন সুপ্রিম কোর্টের জুনিয়র আইনজীবী মির্জা আল মাহমুদ। এতে খোরশেদ আলম আহত হন। তার সমর্থনে আইনজীবীরা মির্জা আল মাহমুদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যান। পরে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, বিএনপিপন্থি আইনজীবীদের হঠাৎ হাতাহাতি শুরু হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist