প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ অক্টোবর, ২০১৭

ওবামার প্রেমপত্র প্রকাশ্যে

প্রকাশ্যে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেমপত্র। ১৯৮২ থেকে ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়া কলেজের ছাত্রাবস্থায় তিনি চিঠিগুলো লিখেছিলেন তার সে সময়ের গার্লফ্রেন্ড আলেক্সান্দ্রিয়া ম্যাকনিয়ারকে। রাজনীতিতে আসার আগে মানসিক দোলাচলে ভুগেছিলেন ওবামা। রাজনীতিতে হাতেখড়ি হওয়ার সময় কেমন মানসিক অবস্থা ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্টের, তা-ই ধরা রয়েছে ৯টি চিঠিতে।

৩০ পাতার চিঠি থেকে বোঝা যাচ্ছে-পৃথিবীতে তার ভূমিকা, জাতিগত পরিচয়, তার সম্প্রদায়ের মানুষের আর্থিক উন্নতি হবে কি না এবং গার্লফ্রেন্ডের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে অমিল নিয়ে চিন্তিত ছিলেন ওবামা।

২০১৪ সালেই চিঠিগুলো হাতে পেয়েছে আটলান্টার ইমরি বিশ্ববিদ্যালয়। চিঠির অংশবিশেষ প্রকাশ হয়েছে ওবামাকে নিয়ে একটি বইয়ে। তবে এই প্রথম সব চিঠি প্রকাশ্যে আনা হলো। গবেষকরা এই চিঠি দেখতে পারবেন। ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ার পাঠ চুকিয়ে কলম্বিয়া চলে যান ওবামা। সূত্র : কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist