নিজস্ব প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০১৭

‘ঢাকা অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় সমস্যা হচ্ছে’

বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঢাকা নগর। এ জন্য সরকারকে হিমশিম খেতে হচ্ছে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সরকার এখন এই নগরকে পরিকল্পিতভাবে গড়তে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বেসিক থেকে জমি নেওয়া হয়েছে। এর মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল কারখানা, হাজারীবাগের ট্যানারিশিল্পসহ বিভিন্ন কল-কারখানা স্থানান্তর করা হবে।

গতকাল বৃহস্পতিবার ৪৮তম বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএসটিআইকে অনেক তৎপর হতে হবে জানিয়ে মন্ত্রী আমু বলেন, ‘নগরায়ণের প্রতিটি বিষয়েই আমাদের নজর রাখতে হয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমি দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার প্রায় ৮৫ ভাগ রাস্তাই ছিল বেহাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহস জুগিয়েছেন। তিনি পাশে ছিলেন, তহবিল দিয়েছেন। তার অবদানে এখন নগরীর ৮৫-৯০ ভাগ রাস্তাই ভালো।’

জলাবদ্ধতা প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ‘এ বছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এখনো হচ্ছে। বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এর দায়িত্ব কিন্তু আমাদের নয়, ঢাকা ওয়াসার। কিন্তু মানুষ মনে করে এই দায়িত্বও তার নির্বাচিত প্রতিনিধি মেয়রের। জনগণের সেই চাহিদাও আমাদের পূরণ করতে হয়।’ এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বাংলাদেশ এখন উচ্চ প্রবৃদ্ধিও তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম, সে অনুযায়ী ঢাকা ও দেশের অন্য শহরগুলোকে নতুনভাবে সাজাতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক মো. সাইফুল হাবিব। এ ছাড়া ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist