আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ অক্টোবর, ২০১৭

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে চার দিনের প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার ভিয়েতনামের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি এ কথা জানায়। খবর বিবিসির

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। প্রাকৃতিক এই দুর্যোগে ২১ জন আহত, ১৬ হাজার ৭০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, দুটি বাঁধ বিধ্বস্ত ও ৩৯ হাজার ৩০০ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এ ছাড়া এতে প্রায় এক হাজার ২০০ গবাদিপশু, ৪০ হাজার হাঁস-মুরগি এবং অনেক রাস্তা ভেসে গেছে।

নিহত ৩৭ জনের মধ্যে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশের ১১ জন, মধ্যাঞ্চলীয় নঘি অ্যান প্রদেশে ৮ জন ও থান হোয়া প্রদেশে ৮ জন, উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশে ৫ জন, ইয়েন বাই প্রদেশে ৪ জন ও রাজধানী হ্যানয়ের একজন রয়েছে। এ ছাড়াও সন লা, ইয়েনবাই, হোয়াবিন, থান হোয়া ও মধ্যাঞ্চলীয় কুয়াং ত্রি প্রদেশের আরো ৪০ জন এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চালানোর জন্য দুর্গত এলাকগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist