কক্সবাজার প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

আড়াই হাজার রোহিঙ্গাকে ত্রাণ দিল যমুনা ব্যাংক ফাউন্ডেশন

কক্সবাজারের উখিয়া উপজেলায় আড়াই হাজার রোহিঙ্গার মধ্যে ৫০ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে গতকাল রোববার উপজেলা বালুখালী দাখিল মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক এবং বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি ও যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি।

এতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সিরাজী, রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মুশাররাফ হুসাইন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এ ছাড়া উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও সিইও শফিকুল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ২৫০০ বস্তা চাল, ডাল, লবণ, তেল, মুড়ি, পেঁয়াজ, আলু ও বিশুদ্ধ খাবার পানি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist