টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের পাঠিয়ে যুদ্ধ ঘোষণা করেছে মিয়ানমার : অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকার রোববার গাজীপুরের টঙ্গীতে অ্যাননটেক্স কারখানায় স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার এ দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এ দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা করে যাচ্ছেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এ দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমরা মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছি। রোহিঙ্গাদেরও আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার জনকল্যাণমুখী সরকার। শেখ হাসিনা সব সময়ই জনকল্যাণমুখী।’

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান, অ্যাননটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস বাদলসহ কারখানার পরিচালক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টঙ্গীর বাদাম এলাকায় স্থাপিত অ্যাননটেক্স গ্রুপ দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা গ্রুপ। গত ১০ বছরে শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে পাঁচটি স্পিলিং মিলসহ ১০টিরও বেশি শতভাগ রফতানিমুখী শিল্প ও কারখানা স্থাপন করেছে। কারখানাগুলোতে ২৬ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাননটেক্স হেলথ ক্লিনিক রোববার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি উদ্বোধন করেন। এর আগে অর্থমন্ত্রী অ্যাননটেক্স কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist