নিজস্ব প্রতিবেদক

  ২১ সেপ্টেম্বর, ২০১৭

সু চির বক্তব্য প্রত্যাখ্যান

প্রধানমন্ত্রীর কূটনীতিতে বিশ্ব জেগেছে : নাসিম

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর কূটনীতির কারণে রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব জেগে উঠেছে। সারা দেশের মানুষ এখন এই ইস্যুতে ঐক্যবদ্ধ। বিএনপির জাতীয় ঐক্যের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম এ কথা বলেন। এ সময় মিয়ানমারের নেত্রী অং সান সু চির জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করেন তিনি। গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে নাসিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন ‘শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের কারণে সারা দুনিয়া আজ জেগে উঠেছে। বিএনপি কী বলল, তাতে আমাদের কিছু আসে-যায় না। দেশবাসী শেখ হাসিনার সঙ্গে আছে, থাকবে। ঐক্যবদ্ধভাবেই আছে। এর চেয়ে বড় ঐক্য আর হয় না। ঐক্যের বড় দৃষ্টান্ত আজ এখানে হচ্ছে।’

মিয়ানমারের নেত্রী অং সান সু চির জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র বলেন, সু চি মানবতার পক্ষে নয় বরং সামরিক শক্তির পক্ষে দাঁড়িয়েছেন।

সভায় জোটের নেতারা মিয়ানমারের জাতির উদ্দেশে দেওয়া সু চির বক্তব্যের সমালোচনা করেন। তারা রোহিঙ্গাদের তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মোহাম্মদ নামিস বলেন, সামরিক বাহিনী মিয়ানমারের নিরীহ মানুষকে হত্যা করছে। তারা শুধু মিয়ানমারের রোহিঙ্গাদের নয়, বৌদ্ধভিক্ষুদের হত্যা করছে। সাধারণ মানুষকে হত্যা করছে। ১৪ দল এই হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানায়। বিশ্ববিবেক জেগে উঠবে এবং মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সভায় আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দীলিপ বড়ুয়া, জাতীয় পার্টির শেখ শহিদুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের নেতা নিম চন্দ্র ভৌমিক, মনিন্দ্র কুমার দেবনাথ, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা রঞ্জিত বড়ুয়া, পিয়ার বড়ুয়া, কর্নেল অব সুমন বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist