নিজস্ব প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

ডিএসসিসির আলোচনা সভায় বক্তারা

অপ্রাপ্তদের স্মার্টফোন ব্যবহার থেকে বিরত রাখতে হবে

ইন্টারনেটের কুফল থেকে বাঁচাতে অপ্রাপ্ত বয়সি ছেলে-মেয়েদের স্মার্ট ফোন ব্যবহার থেকে বিরত রাখতে হবে। প্রয়োজনে তাদের সাধারণ মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক ও মসজিদের ইমামদের ভূমিকা রাখতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ‘সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েরা ইন্টারনেট ব্যবহার করায় বয়সের চেয়ে যৌন বিষয়ে বেশি পরিণত হয়ে যাচ্ছে। অবৈধভাবে তারা এসবের চর্চাও করছে। এতে করে সমাজে নানান বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। অকালে নষ্ট হয়ে যাচ্ছে বড় বড় সম্ভাবনা। দেশি-বিদেশি বিভিন্ন চ্যানেলের নেতিবাচক সিরিয়াল দেখা থেকে স্ত্রী-সন্তানসহ সবাইকে বিরত রাখতে হবে। এসব সিরিয়াল দেখে পারিবারিক কলহ তৈরি হচ্ছে। ঘটছে নানান অপরাধও।

ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান, ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নূর আলম, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন সরকার, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সালাহ উদ্দিন, কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist