প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ সেপ্টেম্বর, ২০১৭

মাগুরা ও গাইবান্ধায় বজ্রপাতে তিন জনের মৃত্যু

মাগুরা ও গাইবান্ধায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

মাগুরা : মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত ও অপর দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিয়ার (২৫) ও সরোয়ার হোসেনের ছেলে সুজন (২৬)। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফারুক রেজা জানান, নিশ্চিন্তপুর গ্রামে ধানখেতে কাজ করছিল ওলিয়ার ও সুজন। এ সময় প্রচ- শব্দে বজ্রপাত হয়। এতে তারা দুজনই মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া একই সময় ওই গ্রামে বজ্রপাতে আকিদুল ইসলাম (৫০) ও ইমরান হোসেন (৩০) নামের দুজন আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামে এ ঘটনা ঘটে। মজনু মিয়া উপজেলার ঘুড়িদহ গ্রামের শামছুল হকের ছেলে। ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামিল উদ্দিন ম-ল বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায় মজনু মিয়া। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান মজনু মিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist