রংপুর প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৭

রংপুরে খাদেম হত্যা

১২ জেএমবির বিরুদ্ধে অভিযোগ গঠন

রংপুরে মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলায় জেএমবির ১২ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার নয় আসামির উপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, অভিযোগপত্রের ১৪ আসামির মধ্যে নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে বাইক হাসান এবং সাদ্দাম হোসেন ওরফে রাহুল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাদের নাম বাদ দিয়ে ১২ আসামি বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়ে আগামী ২৩ অগাস্ট সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন আদালত। এ ছাড়া তিন আসামি জেএমবি সদস্য চান্দু মিয়া (২০), রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন (২৫) ও বাবুল আখতার ওরফে বাবুল মাস্টার (৩৫) পলাতক থাকায় আদালত তাদের গ্রেফতারে পরোয়ানা জারি করেছে বলে জানান তিনি।

অভিযোগ গঠনের সময় জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন (৩০), আবু সাঈদ (৩০) ও তৌফিকুল ইসলাম সবুজ (৩৫), সারোয়ার হোসেন সাবু ওরফে মিজান (৩০), সাদাত ওরফে রতন মিয়া (২৩) ও জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী (২৬) আদালতে উপস্থিত ছিলেন।

এ আসামিদের মধ্যে মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক ও সাখাওয়াত হোসেনকে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদ- দিয়েছে রংপুরের একটি আদালত।

রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরীফের খাদেম রহমত আলীকে (৬০) ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ গত বছরের ৩ জুলাই জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীসহ ১৪ জেএমবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist