সাভার প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৭

সাভারে স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ঘাতকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে

সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর ঘাতকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জাতির জনকের হত্যার সঙ্গে কারা জড়িত ছিল সে কথা এখন সবাই জানে। কারণ ১৫ আগস্ট জাতির জনকের হত্যার পর ঘাতকদের কারা আশ্রয় দিয়ে লালনপালন করেছে সেটা জাতির কাছে স্পষ্ট। বঙ্গবন্ধুর খুনিদের অস্থাবর সম্পত্তি যদি থাকে সেগুলোও বাজেয়াপ্ত করব। এ ছাড়া যে সকল খুনি পালিয়ে বেড়াচ্ছে তাদের দেশে এনে বিচারের রায় কার্যকরী করতে সরকার চেষ্টা করছে।

গতকাল বুধবার সাভার উপজেলার আমার স্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ, ঢাকা-১৯ সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ কবির. সাভার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল্লাহ ভূইয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দর, সাভার উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist