আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৭

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র ১৪ মিনিটে গুয়ামে

গুয়ামের অভ্যন্তরীণ প্রতিরক্ষা অধিদফতরের মুখপাত্র জেনা গামিন্দ বলেছেন, যদি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ে, সেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামে পৌঁছাতে সময় নেবে মাত্র ১৪ মিনিট। এ রকম পরিস্থিতি সত্যই সৃষ্টি হলে সাইরেন বাজিয়ে দ্বীপের বাসিন্দাদের সতর্ক করা হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য প্যাসিফিক ডেইলি নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গামিন্দে এ তথ্য জানান। এদিকে যুক্তরাষ্ট্রের গুয়ামে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র হামলা করলে কঠোর জবাব দেবে জাপান।

আগস্টের মাঝামাঝি কোনো একসময় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দ্বীপ গুয়ামে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, দেশটির নেতা কিম জং উন ওই পরিকল্পনা অনুমোদন করলে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হবে। এগুলো জাপান সাগরের ওপর দিয়ে উড়ে গিয়ে গুয়াম দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্রে পড়বে। গুয়ামে প্রায় সাত জাহাজ মার্কিন সেনা অবস্থান করছে।

অপরদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পরও সেখানে সতর্কতার মাত্রা বাড়ানো হয়নি বলেও জানিয়েছে দ্য প্যাসিফিক ডেইলি নিউজ। হামলার হুমকি পাওয়ার পরপরই দ্বীপটির গভর্নর দ্বীপের বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলার সক্ষমতা গুয়ামের আছে।

গুয়ামের গভর্নর এডি ক্লাভো বলেন, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপে সামরিক ঘাঁটি গড়ার পর থেকেই এটি হামলার লক্ষ্য হয়েছে। আর সে কারণেই আমেরিকার যেকোনো জায়গার তুলনায় এই এলাকাটি সব ধরনের হুমকি মোকাবিলায় অনেক বেশি প্রস্তুত।

উ. কোরিয়ার পরিণতি হবে শোচনীয় : ট্রাম্প

এদিকে যুক্তরাষ্ট্রের ওপর কোনো ধরনের হামলা চালালে উত্তর কোরিয়া শোচনীয় পরিণতি বরণ করবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া যদি আমাদের ওপর কিংবা আমাদের পছন্দের কেউ ও আমাদের প্রতিনিধিত্বকারী কোনো পক্ষ অথবা আমাদের কোনো মিত্রের ওপর কোনো কিছু করে, এমনকি হামলার কথাও ভাবে, তবে তাদের অবস্থা খুব শোচনীয়। তাদের অবস্থা এমনটা হবে, যা তারা চিন্তাই করেনি।’

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের বেডমিনস্টারে নিজ গলফ ক্লাবে এই হুশিয়ারি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলে উত্তর কোরিয়া যে হুশিয়ারি দিয়েছে,তার জবাবে ট্রাম্প এমন কড়া বাক্যবাণ ছুড়লেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist