নিজস্ব প্রতিবেদক

  ১১ আগস্ট, ২০১৭

দেশে ইন্টারনেট গ্রাহক সাত কোটি ৩৩ লাখ

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে। এসব গ্রাহকের অধিকাংশই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। চলতি বছরের জুন পর্যন্ত সময়ের তথ্য হিসাবে করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা সাত কোটি ৩৩ লাখ ৪৭ হাজার।

গত ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার।

বিটিআরসির তথ্যে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগই এ সেবা নিচ্ছেন মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে। ছয় কোটি ৮৬ লাখ ৫০ হাজার গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। অন্যদিকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ ২২ হাজার।

বিটিআরসির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ওয়াইম্যাক্স ইন্টারনেটে ক্রমাগত আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা। ওয়াইম্যাক্স গ্রাহক দাঁড়িয়েছে ৭৫ হাজারে, গত বছর জুন নাগাদ গ্রাহক সংখ্যা ছিল ৩ লাখ ৫২ হাজার। বিটিআরসির হিসেবে, জুন মাস নাগাদ চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার।

ছয় কোটি ১৫ লাখ ৭৯ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে অপারেটর গ্রামীণফোন। রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর রবির গ্রাহক সংখ্যা তিন কোটি ৯৫ লাখ ৭০ হাজার, বাংলালিংকের তিন কোটি ১৫ লাখ ৭২ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৬০ হাজার। তবে সম্প্রতি তরঙ্গ ফিরে পাওয়া বাংলাদেশের প্রথম ও একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেল গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist