নাটোর প্রতিনিধি

  ১১ আগস্ট, ২০১৭

ছাত্রলীগ নেতা-কর্মীদের কান্ড

গরম পানিতে ঝলসানো হলো তিন দোকানিকে

এক দোকানে বসে আরেক দোকানিকে চা দিয়ে যেতে বলেছিলেন একজন ছাত্রলীগ নেতা। তাতে রাজি না হওয়ায় হামলা চালিয়ে তিনজন চায়ের দোকানিকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ভাঙচুর করা হয়েছে চায়ের দোকান। ঝলসে যাওয়া তিনজনকে নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত রুস্তম আলী, মোস্তফা হোসেন ও ইদুল হোসেন তিন সহোদর। তারা শহরের বড়গাছা এলাকার হাফিজুর রহমানের ছেলে। নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সামনে গতকাল বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এবং প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমার রিয়ন এবং তার সহযোগীরা কলেজের মূল ফটকের সামনে একটি দোকানে বসে অপর এক দোকানি মোস্তফা হোসেনকে চা দিতে বলেন। কিন্তু মোস্তফা অন্য দোকানে গিয়ে চা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওই দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা চায়ের কেতলিতে থাকা গরম পানি দিয়ে মোস্তফা এবং তার দুই সহোদরকে ঝলসে দেয়। ওই সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে তাদের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা স্বীকার করে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন রাজীব বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর শিবিরের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা চা খাওয়ার জন্য মূল ফটকের সামনে বসে। ওই সময় দোকানদারকে চা দিতে বললে সে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে। তবে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়নও গরম পানিতে আহত হয়েছে।’

এ ব্যাপারে সদর থানার ওসি মশিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist