জামালপুর প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৭

রেললাইনে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ৫

জামালপুর সদর উপজেলার চন্দ্রা লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর চার যাত্রী। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার কম্বপুর এলাকার সানোয়ার হোসেন (৪০), চন্দ্রা এলাকার মীর হোসেন (৪০), বাঁশচড়া এলাকার ইনতেজ আলী (৫০) ও অটোরিকশার চালক কম্বপুর এলাকার আবদুর রহিম (৩৫)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার চন্দ্রা লেভেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। সন্ধ্যায় ময়মনসিংহ থেকে একটি লোকাল ট্রেন দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ট্রেনটি চন্দ্রা লেভেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা লেভেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সানোয়ার নিহত হন। আহত সাতজনকে হাসপাতালে নেওয়ার পথে আরো চারজনের মৃত্যু হয়। পরে বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist