নিজস্ব প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০১৭

আদালত আ’লীগের প্রতিপক্ষ নয়

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিল বিভাগের রায় নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিল বিভাগের রায় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, আদালত কারো প্রতিপক্ষ নয়। আওয়ামী লীগেরও নয়। তবে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে। রায়ের অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হচ্ছে। আদালত রাজনীতির ঊর্ধ্বে।

অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় নিয়ে কোনো বিতর্ক চলে না। কিন্তু বিএনপির নেতারা রায় নিয়ে যে অপপ্রয়াস চালাচ্ছেন তা দুরভিসন্ধিমূলক ও দুঃখজনক। তারা (বিএনপির নেতারা) আপিল বিভাগের রায়কে বিকৃত করে বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন এবং রায় নিয়ে রাজনীতি করছেন। তারা উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ‘বর্তমান সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়’ এমন বক্তব্যের সমালোচনা করে খসরু বলেন, ‘রায় নিয়ে তারা রাজনীতি করছে। কারণ এ ছাড়া তাদের সামনে রাজনীতি করার আর কিছুই নেই।’

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন দলের আইন-বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে পর্যালোচনা হচ্ছে। এ বিষয়ে রিভিউ করবে নাকি রায়ের কিছু বিষয় বাদ দেওয়ার জন্য কথা বলবে সেটা নিয়ে দল কাজ করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist