আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৭

বালুতে শহর গড়ছে সৌদি

শেষ হয়ে আসছে তেল। তারপর কী হবে? এরপরে কী হবে উপার্জনের পথ। এরই মধ্যে উপায় ভেবে ফেলেছে সৌদি আরব। তেলের বিকল্প উপার্জন হিসেবে তারা বেছে নিয়েছে মরুভূমির বালুকে। ভাবা মাত্রই কাজ শুরু। ইতোমধ্যে সেই মরুভূমিতে শহর তৈরির পরিকল্পনাও সেরে ফেলেছেন তারা। সেই মতো এলাকা চিহ্নিতও করা হয়ে গেছে। গত মাসেই সৌদি মরুভূমিতে শহর তৈরির দুটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দুটি শহরের তৈরির জন্য যে বিপুল পরিমাণ মরুভূমি চিহ্নিত করা হয়েছে, যার একটির আয়তন বেলজিয়ামের থেকে বেশি, দ্বিতীয়টির আয়তন প্রায় মস্কোর সমান। দুটিতেই একাধিক বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। যাতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বিনোদন, শিল্প, পর্যটন, অর্থিক আদান-প্রদানে। প্রায় ছয় হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে শহর দুটি তৈরিতে। তবে অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে প্রকল্প দুটির কাজ। তেলের দাম পড়ার থেকেও ধীরগতিতে চলছে কাজ। জানিয়েছেন আবুধাবি কমার্শিয়াল ব্যাংক পিজেএসসির প্রধান অর্থনীতিবিদ মনিকা মালিক। সৌদি ভিশন ২০৩০ নামে এই প্রকল্পটি এপ্রিলেই ঘোষণা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist